ভিড়ে বাবাকে হারিয়ে একা বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় শিশু নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৩: ১৪
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম মোহন মিয়া (১২)। সে উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের শাহ আলমের ছেলে ও আলকরা সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণির ছাত্র।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন আজকের পত্রিকাকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেন ও চাচা ইব্রাহিম মিয়া জানান, শিশুটি বুধবার সন্ধ্যায় তার বাবা শাহ আলমের সঙ্গে পদুয়া রাস্তার মাথায় কেনাকাটা করার জন্য এসেছিল। কিছুক্ষণ পর শিশুটি তার বাবাকে মানুষের ভিড়ে হারিয়ে ফেলে। পরে তার বাবাকে না পেয়ে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিল এ সময় কুমিল্লাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

ওসি জসিম উদ্দিন জানান, সংবাদ পেয়ে থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত