ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচুর বাম্পার ফলন হয়েছে। এতে বাগান মালিকদের মুখে হাসি ফুটেছে। শেষ সময়ে বাগানের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
জানা যায়, ভারতের সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা। এই উপজেলায় লিচুর সুনাম দেশ–বিদেশ জুড়ে। এখানকার লিচু সু-স্বাদু হওয়ায় সারা দেশেই কদর রয়েছে। লিছু গাছে ফুল আসার পর থেকে দুই দফায় বিক্রি হয়। এর মধ্যে গাছে ফুল আসলে প্রথম দফায় কৃষকদের কাছ থেকে গাছ কেনেন স্থানীয় ব্যবসায়ীরা। শেষে লিচু বের হওয়ার পর দ্বিতীয় দফায় বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কেনেন।
উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার বিষ্ণুপুর, কাঞ্চনপুর, কাশিমপুর, সিঙ্গারবিল, আদমপুর, কালাছড়া, মেরাশানী, সেজামুড়া, কামালমুড়া, হরষপুর, মুকুন্দপুর, নোয়াগাঁও, অলিপুর, কাশিনগর, ছতুরপুর, বক্তারমুড়া, রূপা, শান্তামুড়া, কামালপুর, কচুয়ামুড়া, গোয়ালনগর, ভিটিদাউপুর, পত্তন এসব এলাকায় ব্যাপক হারে লিচুর চাষ হয়েছে।
তবে বিজয়নগরের প্রায় প্রত্যেক বাড়িতেই একটি করে লিচুর গাছ আছে। যাদের বাড়িতেই একটু জায়গা আছে, তারা লিচুর গাছ লাগান। এসব গাছে পাটনাই, বম্বে, চায়না থ্রি, চায়না-২ ও এলাচি। এই পাঁচ ধরনের লিচুর উৎপন্ন হয়। পাকা লিচু উপজেলার সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত আউলিয়া বাজারসহ পাশাপাশি সিংগারবিল, হরষপুর, চম্পকনগর বাজারে বিক্রি হয়।
এসব বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, ভৈরব, নোয়াখালী, চাঁদপুর, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ফেনী ও রাজধানী ঢাকার ব্যবসায়ীরা পাইকারি দরে লিচু কিনে নিয়ে যায়।
হরষপুর গ্রামের লিচু চাষি আবুল হাসেম বলেন, ‘আমার ৫০টি লিচু গাছ রয়েছে। লিচু গাছে এবার অনেক ভালো ফলন হয়েছে। এই বছর ৪ লাখ টাকা বিক্রি করবেন বলে আশা করছি।’
কাশিমপুর গ্রামের লিচু বাগান মালিক সরুজ মিয়া বলেন, ‘বাগানে লিচু এসেছে প্রচুর। বিক্রি গত বারের তুলনায় বেশি হবে।’
কামালপুর গ্রামের গ্রামের বাগান মালিক কাউছার ভূইয়া বলেন, ‘আমার চারটি বাগানে ১৭০টি গাছ আছে।’ তিনি আশাবাদী এ বছর ১২ লাখ টাকা লিচু বিক্রি করবেন।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় এই বছর ৪৩০ হেক্টর জায়গায় লিচুর আবাদ হয়েছে। লিচু বাগান আছে ৯০০ টি।
তিনি আরও বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে ১৮ কোটি ৯০ লাখ টাকা লিচু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচুর বাম্পার ফলন হয়েছে। এতে বাগান মালিকদের মুখে হাসি ফুটেছে। শেষ সময়ে বাগানের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
জানা যায়, ভারতের সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা। এই উপজেলায় লিচুর সুনাম দেশ–বিদেশ জুড়ে। এখানকার লিচু সু-স্বাদু হওয়ায় সারা দেশেই কদর রয়েছে। লিছু গাছে ফুল আসার পর থেকে দুই দফায় বিক্রি হয়। এর মধ্যে গাছে ফুল আসলে প্রথম দফায় কৃষকদের কাছ থেকে গাছ কেনেন স্থানীয় ব্যবসায়ীরা। শেষে লিচু বের হওয়ার পর দ্বিতীয় দফায় বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কেনেন।
উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার বিষ্ণুপুর, কাঞ্চনপুর, কাশিমপুর, সিঙ্গারবিল, আদমপুর, কালাছড়া, মেরাশানী, সেজামুড়া, কামালমুড়া, হরষপুর, মুকুন্দপুর, নোয়াগাঁও, অলিপুর, কাশিনগর, ছতুরপুর, বক্তারমুড়া, রূপা, শান্তামুড়া, কামালপুর, কচুয়ামুড়া, গোয়ালনগর, ভিটিদাউপুর, পত্তন এসব এলাকায় ব্যাপক হারে লিচুর চাষ হয়েছে।
তবে বিজয়নগরের প্রায় প্রত্যেক বাড়িতেই একটি করে লিচুর গাছ আছে। যাদের বাড়িতেই একটু জায়গা আছে, তারা লিচুর গাছ লাগান। এসব গাছে পাটনাই, বম্বে, চায়না থ্রি, চায়না-২ ও এলাচি। এই পাঁচ ধরনের লিচুর উৎপন্ন হয়। পাকা লিচু উপজেলার সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত আউলিয়া বাজারসহ পাশাপাশি সিংগারবিল, হরষপুর, চম্পকনগর বাজারে বিক্রি হয়।
এসব বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী, ভৈরব, নোয়াখালী, চাঁদপুর, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ফেনী ও রাজধানী ঢাকার ব্যবসায়ীরা পাইকারি দরে লিচু কিনে নিয়ে যায়।
হরষপুর গ্রামের লিচু চাষি আবুল হাসেম বলেন, ‘আমার ৫০টি লিচু গাছ রয়েছে। লিচু গাছে এবার অনেক ভালো ফলন হয়েছে। এই বছর ৪ লাখ টাকা বিক্রি করবেন বলে আশা করছি।’
কাশিমপুর গ্রামের লিচু বাগান মালিক সরুজ মিয়া বলেন, ‘বাগানে লিচু এসেছে প্রচুর। বিক্রি গত বারের তুলনায় বেশি হবে।’
কামালপুর গ্রামের গ্রামের বাগান মালিক কাউছার ভূইয়া বলেন, ‘আমার চারটি বাগানে ১৭০টি গাছ আছে।’ তিনি আশাবাদী এ বছর ১২ লাখ টাকা লিচু বিক্রি করবেন।
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় এই বছর ৪৩০ হেক্টর জায়গায় লিচুর আবাদ হয়েছে। লিচু বাগান আছে ৯০০ টি।
তিনি আরও বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকলে ১৮ কোটি ৯০ লাখ টাকা লিচু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১২ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
২০ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
২২ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৪২ মিনিট আগে