Ajker Patrika

যাত্রী নামিয়ে ফেরার পথে অটোরিকশা চালক নিহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
যাত্রী নামিয়ে ফেরার পথে অটোরিকশা চালক নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক রুহুল আমিন (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের পণ্ডিতের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন চরজব্বার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ রাসেল নগরের মৃত মুরাদ মিয়ার ছেলে। 

নিহতের ছেলে আবুল কালাম বলেন, আজ সকালে আমার বাবা অটোরিকশায় করে যাত্রী নিয়ে চরজুবলী ইউপির পণ্ডিতের হাট যায়। দুপুরে যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে আমার বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য আমার বাবাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রুহুল আমিন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। যাত্রী নামিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া পথে মারা যান। 

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত