ঈদের ছুটিতে যাত্রীদের চাপ বাড়ছে আখাউড়া ইমিগ্রেশনে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৪, ১৬: ৫৩
Thumbnail image

পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বেড়েছে যাত্রী পারাপার। আজ শুক্রবার সকাল থেকেই আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী পারাপারের চাপ বেড়েছে। 

দুপুরে আখাউড়া চেকপোস্টে ইমিগ্রেশনে গিয়ে দেখা গেছে, কয়েক শ যাত্রী ইমিগ্রেশনের কাজ শেষ করতে অপেক্ষা করছেন। যাত্রীদের লম্বা লাইন ডেস্ক থেকে বারান্দা অতিক্রম করে বাইরে চলে এসেছে। অনেক যাত্রী তীব্র গরম ও রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছেন ইমিগ্রেশন শেষ করতে।  

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দুপুর পর্যন্ত এই পথ দিয়ে সাত শতাধিক যাত্রী ভারতে প্রবেশ করেছেন। 

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন সরকারি ছুটি শুরু হওয়ায় এবং বিভিন্ন অফিস-আদালত, কল-কারখানা বন্ধ থাকায় ঈদের ছুটি কাটাতে ভারত ভ্রমণকারী যাত্রীদের চাপ বেড়ে যায় এই ইমিগ্রেশন দিয়ে। 

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা খায়রুল আলম বলেন, ‘ছুটির কারণে যাত্রীদের চাপ অনেকটা বেশি। দ্রুত সময়ে যেন যাত্রী পারাপার হতে পারে, আমরা সেই চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত