Ajker Patrika

পুলিশকে জেরার সময় আদালতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০: ১৫
পুলিশকে জেরার সময় আদালতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী 

চট্টগ্রাম আদালতে মাদক মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী মোহাম্মদ জোবাইরুল হক (৪০)। আজ বুধবার বেলা দেড়টার দিকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. নাঈম হোসেন। আইনজীবী জোবাইরুলের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের চতুর্থ ব্যাচের ছাত্র ছিলেন। আজ আসরের নামাজের পর চট্টগ্রাম আদালত চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাবিবুর রহমান জানান, ইয়াবা মামলায় বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করছিলেন আইনজীবী জোবাইরুল। জেরা শেষও হয়। এ সময় তিনি হঠাৎ লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত নগরের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী বলেন, আদালতে মামলার জেরা চলাকালে আইনজীবী জোবাইরুল হক অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, ‘অফিসের তালা খোলার আধ ঘণ্টা পর (সকাল সাড়ে ৯টায়) জোবাইর ভাই এসে অফিস স্টাফের হাতে দুটি রিকল দিয়ে বলে যান তিনি বিকেলে এসে তা নিয়ে যাবেন। কিন্তু বিকেলে তিনি আর আসার সুযোগ পাননি। চলে গেলেন পরপারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত