২০ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তৈয়বুল ইসলাম উখিয়া উপজেলার বালুখালীর পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ৮ এপিবিএনের সদস্য।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তৈয়বুল ইসলাম। এ খবরের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তার ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।’ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

এ বিষয়ে কথা বলেতে ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফরের মোবাইলে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত