Ajker Patrika

বিজয়নগরে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১১: ০৭
বিজয়নগরে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরে যাত্রীবাহী ট্রলারডুবির পর থেকেই নিখোঁজ ছিল তিন বছর বয়সী শিশু নাশরা। অবশেষে শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নাশরার মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

জানা গেছে, নিহত নাশরা জেলা শহরের পৈরতলা এলাকার হারিছ মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক তৌফিকুল ইসলাম জানান, ট্রলারডুবির ঘটনায় শিশু নাশরা নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। পরে সকাল ১০টায় নাশরার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ ঘটনায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নিহত প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত