করোনায় মারা গেলেন চমেকের চিকিৎসক এস এম মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১০: ৫৪
Thumbnail image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. এস এম মোস্তফা কামাল (৬৭) মারা গেছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান।

চট্টগ্রামে যে কজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ রয়েছেন, তাঁদের মধ্যে মোস্তফা কামাল ছিলেন একজন। তিনি বেসরকারি ইউএসটিসি হাসপাতালের বিভাগীয় প্রধানও ছিলেন।

এই চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। তিনি বলেন, `এ নিয়ে করোনায় চট্টগ্রামের ২৫ জন চিকিৎসককে হারালাম।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত