কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে আন্তজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা, ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৭ আগস্ট সন্ধ্যায় এক সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রীবেশে চৌদ্দগ্রাম কাশিপুর থেকে কুমিল্লা নগরীতে যাওয়ার কথা বলে ওঠেন। পথে চালককে সিগারেট আনার জন্য দোকানে পাঠিয়ে কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় চোর চক্র।
এ ঘটনায় অটোরিকশার চালক চৌদ্দগ্রামের সাবেকপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম থানায় মামলা করেন। পরে ডিবি পুলিশ তাঁদের শনাক্ত ও চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থান থেকে চোরাই সাতটি সিএনজিচালিত অটোরিকশা, ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং দুটি মোটরসাইকেলসহ ১৬টি উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ও সৈয়দ দেলোয়ার হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার হেদায়েত উল্লাহ মনির (৩৮), আদর্শ সদর উপজেলার ছাওয়ালপুর এলাকার মো. জালাল উদ্দিন (৪০), লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকার মো. অহিদুর রহমান অহিদ (৩২), চান্দিনা উপজেলার মহিচাইল জিনাইয়া এলাকার মো. আবু তাহের (৩২), দাউদকান্দি উপজেলার সবজিকান্দি এলাকার মো. রুকুনুজ্জামান (৪২) ও দাউদাকন্দি গ্রামের মান্নান মিয়া (৫২)।
বাকিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বারাইল এলাকার নাছির উদ্দিন (২৬), একই থানার ভোলাচং এলাকার মো. সোহেল (৩৫), তুজারভাঙ্গা গ্রামের মো. ফজলু মিয়া (৪০), মোল্লাকান্দি এলাকার তৌকির হোসেন (৩২), খুলনা জেলার তেরগাদা থানার আদমপুর এলাকার মো. ইমদাদুল হক জাহাঙ্গীর (৫০) ও হোমনা উপজেলার কাশিনগর এলাকার মো. বাবুল সরকার (৪৬)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সিএনজিচালিত অটোরিকশা চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে ক্রয়-বিক্রয় করছেন। এ ছাড়া চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রয় করে আসছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।
কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে আন্তজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা, ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৭ আগস্ট সন্ধ্যায় এক সিএনজিচালিত অটোরিকশায় চারজন যাত্রীবেশে চৌদ্দগ্রাম কাশিপুর থেকে কুমিল্লা নগরীতে যাওয়ার কথা বলে ওঠেন। পথে চালককে সিগারেট আনার জন্য দোকানে পাঠিয়ে কৌশলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় চোর চক্র।
এ ঘটনায় অটোরিকশার চালক চৌদ্দগ্রামের সাবেকপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম থানায় মামলা করেন। পরে ডিবি পুলিশ তাঁদের শনাক্ত ও চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থান থেকে চোরাই সাতটি সিএনজিচালিত অটোরিকশা, ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং দুটি মোটরসাইকেলসহ ১৬টি উদ্ধার করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ও সৈয়দ দেলোয়ার হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার হেদায়েত উল্লাহ মনির (৩৮), আদর্শ সদর উপজেলার ছাওয়ালপুর এলাকার মো. জালাল উদ্দিন (৪০), লাকসাম উপজেলার শ্রীয়াং এলাকার মো. অহিদুর রহমান অহিদ (৩২), চান্দিনা উপজেলার মহিচাইল জিনাইয়া এলাকার মো. আবু তাহের (৩২), দাউদকান্দি উপজেলার সবজিকান্দি এলাকার মো. রুকুনুজ্জামান (৪২) ও দাউদাকন্দি গ্রামের মান্নান মিয়া (৫২)।
বাকিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বারাইল এলাকার নাছির উদ্দিন (২৬), একই থানার ভোলাচং এলাকার মো. সোহেল (৩৫), তুজারভাঙ্গা গ্রামের মো. ফজলু মিয়া (৪০), মোল্লাকান্দি এলাকার তৌকির হোসেন (৩২), খুলনা জেলার তেরগাদা থানার আদমপুর এলাকার মো. ইমদাদুল হক জাহাঙ্গীর (৫০) ও হোমনা উপজেলার কাশিনগর এলাকার মো. বাবুল সরকার (৪৬)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সিএনজিচালিত অটোরিকশা চুরি করে বিভিন্ন এলাকায় নিয়ে ক্রয়-বিক্রয় করছেন। এ ছাড়া চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রয় করে আসছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া।
চট্টগ্রাম নগরীতে তীব্র পানিসংকটের প্রতিবাদে ওয়াসার কার্যালয়ে ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়ায় ওয়াসার কার্যালয়ের সামনে গ্রাহকেরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পানির অনিয়মিত সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। এ সময় তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নগরীর
১০ মিনিট আগেসম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি বাংলার জ্যোতি ও এমভি বাংলার সৌরভ জাহাজ দুটি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি হয়েছে। জাহাজ দুটির সর্বোচ্চ মূল্য উঠেছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা।
১৫ মিনিট আগেবরখাস্ত পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হক এবার নাটোর আদালত চত্বরে কয়েক সাংবাদিককে মারধর করলেন। স্ত্রী মেহনাজ আকতার আমিনের দায়ের করা নারী নির্যাতনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসেছিলেন ফজলুল হক। এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার সময় হাতকড়া না পরানোর সুযোগে ফজলুল হক চড়াও হন
২০ মিনিট আগে৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
২১ মিনিট আগে