নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী স্টেডিয়ামে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার ১৪৪ ধারা জারি করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা বিএনপি। বিএনপির এই কর্মসূচিকে প্রতিহত করার হুমকি দিয়ে একই দিন এবং একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। দুই দলের এ পাল্টাপাল্টি সভা-সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কায় এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে চৌমুহনী পৌর এলাকায় আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার জানান, ১৪৪ ধারা চলাকালীন ওই এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র্যালি করা যাবে না। একই সঙ্গে চারজনের অধিক ব্যক্তি কোথাও জমায়েত হতে পারবেন না। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি-১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তাঁরা।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী স্টেডিয়ামে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার ১৪৪ ধারা জারি করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা বিএনপি। বিএনপির এই কর্মসূচিকে প্রতিহত করার হুমকি দিয়ে একই দিন এবং একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। দুই দলের এ পাল্টাপাল্টি সভা-সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কায় এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে চৌমুহনী পৌর এলাকায় আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার জানান, ১৪৪ ধারা চলাকালীন ওই এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র্যালি করা যাবে না। একই সঙ্গে চারজনের অধিক ব্যক্তি কোথাও জমায়েত হতে পারবেন না। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি-১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তাঁরা।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে