Ajker Patrika

চৌমুহনীতে ১৪৪ ধারা জারি, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১২: ৫৭
চৌমুহনীতে ১৪৪ ধারা জারি, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী স্টেডিয়ামে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেওয়ায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে সদর, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার ১৪৪ ধারা জারি করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

জানা গেছে, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে আজ বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা বিএনপি। বিএনপির এই কর্মসূচিকে প্রতিহত করার হুমকি দিয়ে একই দিন এবং একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। দুই দলের এ পাল্টাপাল্টি সভা-সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কায় এবং জনসাধারণের নিরাপত্তার স্বার্থে চৌমুহনী পৌর এলাকায় আজ ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার জানান, ১৪৪ ধারা চলাকালীন ওই এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দলের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র‍্যালি করা যাবে না। একই সঙ্গে চারজনের অধিক ব্যক্তি কোথাও জমায়েত হতে পারবেন না। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি-১৮৯৮-এর ১৪৪ ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত