আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিএনপির আট কর্মীর একদিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।
আসামিরা হলেন, রাকিব হোসেন, মো. আরিফ, আবু উবাইদা, মো. ফোরকান, মো. শাকিব, মো. পারভেজ, সিরাজুল ইসলাম ও কাজী ইসমাইল।
বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় করা মামলায় পুলিশ ১০ আসামির পাঁচদিন করে রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে আদালত ৮ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন বয়স্ক হওয়ায় এদের রিমান্ড নামঞ্জুর করেন।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা জামাল খানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে 'গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালন করতে মানববন্ধনের জন্য জড়ো হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিএনপি নেতা কর্মীদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এরপর পুলিশের সঙ্গে মানব বন্ধনকারীদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় চার পুলিশ আহত হন। অপরদিকে বিএনপি তাদের ৩৫ নেতা–কর্মী আহত হয়েছে বলে দাবি করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, শুনানি শেষে আদালত আট আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনায় পুলিশ পরে ৪৯ কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, এম এ আজিজ, নাজিবুর রহমান, সাইফুল আলম ও কাজী বেলাল; নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ ৭৫ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।
চট্টগ্রামে বিএনপির আট কর্মীর একদিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।
আসামিরা হলেন, রাকিব হোসেন, মো. আরিফ, আবু উবাইদা, মো. ফোরকান, মো. শাকিব, মো. পারভেজ, সিরাজুল ইসলাম ও কাজী ইসমাইল।
বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় করা মামলায় পুলিশ ১০ আসামির পাঁচদিন করে রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে আদালত ৮ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন বয়স্ক হওয়ায় এদের রিমান্ড নামঞ্জুর করেন।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা জামাল খানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে 'গণতন্ত্র হত্যা দিবস’ কর্মসূচি পালন করতে মানববন্ধনের জন্য জড়ো হন। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিএনপি নেতা কর্মীদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এরপর পুলিশের সঙ্গে মানব বন্ধনকারীদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় চার পুলিশ আহত হন। অপরদিকে বিএনপি তাদের ৩৫ নেতা–কর্মী আহত হয়েছে বলে দাবি করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, শুনানি শেষে আদালত আট আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনায় পুলিশ পরে ৪৯ কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, এম এ আজিজ, নাজিবুর রহমান, সাইফুল আলম ও কাজী বেলাল; নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ ৭৫ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।
নাম রাকিব হোসেন। তবে পরিচিত ‘ভাইপো রাকিব’ নামে। গত দেড় দশক যশোর শহরের শংকরপুরে ত্রাস ছিলেন তিনি। ৮টি হত্যা মামলাসহ ২৫ মামলার আসামি। আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিলেন। এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা করছেন।
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে মহাসড়কের একাংশে বসানো হয়েছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড ও বাজার। ভিআইপি চলাচলের সময় এসব উচ্ছেদ করা হলেও পরক্ষণেই তা আবার বসে যাচ্ছে। এ কারণে চার লেনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিণত হয়েছে দুই লেনে। ফলে যানজটে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগেডিবি ও এনএসআই পরিচয়ে চট্টগ্রাম নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার নগরীর লালদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১২ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
১২ ঘণ্টা আগে