Ajker Patrika

কক্সবাজারে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৫: ৫৬
কক্সবাজারে সমুদ্রে ডুবে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে ইকবাল হোসেন (৫২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। ওই পর্যটক গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা মিন্নাত আলীর ছেলে বলে জানা গেছে। 

টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা জানান, ইকবাল পরিবার নিয়ে সমুদ্র সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এরপর তাঁকে লাইফ গার্ড কর্মীরা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। 

নিহতের মেয়ে সিরাজুম মনিরা বলেন, মা-বাবা, ভাই ও বোন মিলে পরিবারের সবাই বেড়াতে এসেছিলাম। বাবা হাঁটু পানিতে নেমে হঠাৎ অজ্ঞান হয়ে পানিতে ডুবে যান। পরে লাইফ গার্ড কর্মীরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই পর্যটকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) চৌধুরী মিজানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত