কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আনোয়ারা সিদ্দিকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আনোয়ারা জি-২ ব্লকের মোহাম্মদ ইব্রাহীমের মেয়ে। সেই সঙ্গে শতাধিক বসতঘর, স্কুল, গুদামঘর ও দোকান পুড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড আশ্রয়শিবিরের জি-ব্লকে এ ঘটনা ঘটে।
ক্যাম্পের একটি বসতঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অংশ নেয়। স্থানীয় রোহিঙ্গা ও এপিবিএন সদস্যদের চেষ্টায় রাত সাড়ে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউসার সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পের একটি ঘরে আকস্মিক আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল তা তদন্তে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে গৃহহারা রোহিঙ্গাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় পার্শ্ববর্তী রোহিঙ্গা শিবিরের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে।’
নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইনচার্জ শাহরিয়ার মান্নান জানান, ‘অগ্নিকাণ্ডে ক্যাম্পের জি-২ ব্লকের ৬৫টি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে। পাশের জি-৩ ব্লকের কয়েকটি ঘর আংশিক পুড়েছে। এ ছাড়া ব্লকের কয়েকটি দোকান, গুদামঘর ও লার্নিং সেন্টার পুড়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের খাদ্যসহায়তার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এর আগে ২৪ ডিসেম্বর উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরে (ক্যাম্প-১) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০০ রোহিঙ্গার ঘর ভস্মীভূত হয়েছে। ওই আগুনে পুড়ে আট বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়।
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আনোয়ারা সিদ্দিকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আনোয়ারা জি-২ ব্লকের মোহাম্মদ ইব্রাহীমের মেয়ে। সেই সঙ্গে শতাধিক বসতঘর, স্কুল, গুদামঘর ও দোকান পুড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড আশ্রয়শিবিরের জি-ব্লকে এ ঘটনা ঘটে।
ক্যাম্পের একটি বসতঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট অংশ নেয়। স্থানীয় রোহিঙ্গা ও এপিবিএন সদস্যদের চেষ্টায় রাত সাড়ে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউসার সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পের একটি ঘরে আকস্মিক আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল তা তদন্তে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে গৃহহারা রোহিঙ্গাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় পার্শ্ববর্তী রোহিঙ্গা শিবিরের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে।’
নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইনচার্জ শাহরিয়ার মান্নান জানান, ‘অগ্নিকাণ্ডে ক্যাম্পের জি-২ ব্লকের ৬৫টি বসতঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে। পাশের জি-৩ ব্লকের কয়েকটি ঘর আংশিক পুড়েছে। এ ছাড়া ব্লকের কয়েকটি দোকান, গুদামঘর ও লার্নিং সেন্টার পুড়েছে। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের খাদ্যসহায়তার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
এর আগে ২৪ ডিসেম্বর উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবিরে (ক্যাম্প-১) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০০ রোহিঙ্গার ঘর ভস্মীভূত হয়েছে। ওই আগুনে পুড়ে আট বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়।
সংবাদ চুরি করে চালানো সংবাদমাধ্যমগুলো বন্ধ করে দেওয়া উচিত উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমাদের সংবাদমাধ্যমে কপিরাইট আইন বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।’ শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম...
৬ মিনিট আগেরাজশাহীতে সাবেক এক ছাত্রলীগ নেতাকে অপহরণের পর আটকে রেখে ২ কোটি ৭০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের রাজপাড়া থানার বিলশিমলা এলাকার রায়না কমপ্লেক্স নামের একটি ভবন থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগেজাতীয় পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী গ্রাফিতি’ বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীর মতিঝিলে এনসিটিবির সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা ও হাইকোর্ট মোড়ে পুলিশের লাঠিপেটার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী...
৩৯ মিনিট আগেবুড়িগঙ্গাপাড়ের ওয়াকওয়ে যেন মৃত্যুফাঁদ বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। শুক্রবার বিকেলে বুড়িগঙ্গাতীরের ‘জীবন ও জীবিকা বিনষ্টকারী’ ওয়াকওয়ে অপসারণের দাবিতে বছিলা পুরোনো প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে