কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তাঁর সহযোগীদের আওয়ামী লীগের তিন নেতা মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ এ ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের এ কমিটি গঠন করে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির সদস্য সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও তাঁর ছোট ভাই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল শুক্কুর, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক প্রকাশ চ্যাড্ডা পুতু, পৌর আ. লীগের সদস্য নুর মোহাম্মদ প্রকাশ লাষ্টিপ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীরসহ আরও কয়েকজন দলের তিন নেতাকে মারধর করেন।
মারধরের শিকার নেতারা হলেন—পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউসুফ মনো, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভুট্টো এবং উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
কমিটির সদস্য কারা জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কৌশলগত কারণে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না। কমিটি এর মধ্যে তদন্ত শুরু করেছে।’
উল্লেখ্য, গত শুক্রবার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিভিন্ন বিষয়ে মতবিরোধের জেরে সভাস্থলেই তিন নেতাকে বেধড়ক পিটিয়েছেন বদি ও তাঁর সহযোগীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বদি নিজেই মঞ্চ থেকে নেমে একজনকে কিল-ঘুষি ও লাথি মারছেন।
এর আগে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবীদের গায়ে হাত তুলে সংবাদের শিরোনাম হয়েছেন বিতর্কিত এই সাবেক সাংসদ। ইয়াবাকাণ্ডে বারবার সমালোচিত আওয়ামী লীগের এই নেতা এবার নিজ দলের নেতাদের পিটিয়ে নতুন করে আলোচনায় এলেন।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তাঁর সহযোগীদের আওয়ামী লীগের তিন নেতা মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ এ ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের এ কমিটি গঠন করে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির সদস্য সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও তাঁর ছোট ভাই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল শুক্কুর, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক প্রকাশ চ্যাড্ডা পুতু, পৌর আ. লীগের সদস্য নুর মোহাম্মদ প্রকাশ লাষ্টিপ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীরসহ আরও কয়েকজন দলের তিন নেতাকে মারধর করেন।
মারধরের শিকার নেতারা হলেন—পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউসুফ মনো, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভুট্টো এবং উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
কমিটির সদস্য কারা জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কৌশলগত কারণে কমিটির সদস্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না। কমিটি এর মধ্যে তদন্ত শুরু করেছে।’
উল্লেখ্য, গত শুক্রবার পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় বিভিন্ন বিষয়ে মতবিরোধের জেরে সভাস্থলেই তিন নেতাকে বেধড়ক পিটিয়েছেন বদি ও তাঁর সহযোগীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বদি নিজেই মঞ্চ থেকে নেমে একজনকে কিল-ঘুষি ও লাথি মারছেন।
এর আগে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবীদের গায়ে হাত তুলে সংবাদের শিরোনাম হয়েছেন বিতর্কিত এই সাবেক সাংসদ। ইয়াবাকাণ্ডে বারবার সমালোচিত আওয়ামী লীগের এই নেতা এবার নিজ দলের নেতাদের পিটিয়ে নতুন করে আলোচনায় এলেন।
গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে অভিযান শেষে ফেরার পথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
২৪ মিনিট আগেদ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যথায় তাকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
৩০ মিনিট আগেজাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে বাংলাদেশে ৫-১৭ বৎসর বয়সী কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখের বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ ৬৮ হাজার।
৩৯ মিনিট আগেবগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে