Ajker Patrika

হাতিয়ার মেঘনায় দেখা মিলল বিশাল আকৃতির তিমি

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬: ০৮
মেঘনা নদীতে তিমি মাছ। ছবি: আজকের পত্রিকা
মেঘনা নদীতে তিমি মাছ। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে দেখা মিলেছে বিশাল আকৃতির তিমি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মেলে তিমিটির। পরে কোস্টগার্ড গিয়ে এটি নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেয়।

হাতিয়া কোস্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এ সময় চরে তিমিটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখে। পরে জেলেদের সহযোগিতায় এটিকে টেনে পানিতে নামিয়ে আনেন। জেলেরা সকালে চরে হাঁটার সময় তিমিটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, জোয়ারে তিমিটি এখানে এসে আটকা পড়েছে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মণের মতো ওজন হবে। ধারণা করা হচ্ছে, তিমিটি দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।

এদিকে তিমিটিকে দেখতে নদীর তীরে ভিড় জমান উৎসুক জনতারা। অনেকে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শ করতে দেখা যায়। কেউ কেউ তিমির পিঠে দাঁড়িয়ে ছবি তোলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত