হলুদ-মরিচের মসলায় ইটের গুঁড়া, ২ ব্যবসায়ীকে জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২১: ১৪
Thumbnail image

ফেনীর সোনাগাজীতে হলুদ-মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে দুই দোকানিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। অভিযানে প্রায় ২০ মণ ভেজাল মসলার গুঁড়া জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

ভেজাল হলুদের গুঁড়া আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: আজকের পত্রিকা দণ্ডিতরা হলেন সোনাগাজী পৌর শহরের মাছবাজার সংলগ্ন শহীদ স্টোরের মালিক শহীদুল ইসলাম এবং আমির আইসক্রিম কারখানার মালিক আমির হোসেন। 

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ হলুদ–মরিচের গুঁড়া মসলায় ইটের গুঁড়া মিশিয়ে বাজারজাত করে আসছেন। আমির হোসেনও মেয়াদহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। 

সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকাএ সময় সোনাগাজী মডেল থানার পুলিশ ও সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি ডা. নূরনবী উপস্থিত ছিলেন। 

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত