Ajker Patrika

১২ হাজার টন পাম তেল নিয়ে বন্দরে ভিড়ল আরেক জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ হাজার টন পাম তেল নিয়ে বন্দরে ভিড়ল আরেক জাহাজ

বারো হাজার টন পাম তেল নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। ‘এমটি সুমাত্রা পাম’ নামের জাহাজটি আজ শুক্রবার সকালে বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছায় বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। টি কে গ্রুপ এই তেল আমদানি করেছে।

আজকের পত্রিকাকে ওমর ফারুক বলেন, ‘গত ২৯ এপ্রিল থেকে আজ পর্যন্ত মোট পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে এসেছে। এর মধ্যে আজ এমটি সুমাত্রা নামে একটি জাহাজ ১২ হাজার টন পাম তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আগামীকাল জাহাজটি থেকে তেল খালাসের কাজ শুরু হবে।’

বন্দর সচিব আরও বলেন, ‘গত এক সপ্তাহে পাঁচটি জাহাজে মোট ৬০ হাজার টন তেল এসেছে। এর মধ্যে চারটি জাহাজে আসা ৪৮ হাজার টন তেল খালাসের কাজ চলছে। ইন্দোনেশিয়া তেল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করার আগেই জাহাজগুলো ওই জলসীমা ত্যাগ করে।’

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি বন্ধ করে দেয়। নিষেধাজ্ঞার আগে এই তেল আমদানির ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল। নিষেধাজ্ঞা কার্যকরের আগেই জাহাজগুলো ওই দেশের জলসীমা ত্যাগ করে। এর মধ্যে বৃহস্পতিবার এমটি সানজিন ৩০২৫ জাহাজে করে ১২ হাজার ২০০ টন, এর আগে গত শনিবার এমটি অউ তৌরুজ নামের জাহাজে করে ৩ হাজার ৩০০ টন পাম তেল চট্টগ্রামে নিয়ে আসা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত