সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রী কোহিনূর বেগমকে (৩০) হত্যার দায়ে স্বামী মো. মিল্লাদ হোসেনকে (৩৫) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ।
নারী শিশু ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মর্তুজা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো. মিল্লাদ হোসেন সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের মো. শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আদালত ও মামলার তথ্যমতে, সাজাপ্রাপ্ত আসামি মিল্লাদ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ২০১৭ সালের ২ মার্চ বিকেলে রিকশা নিয়ে বাজারে যাওয়ার সময় তার স্ত্রী কোহিনূর তাকে পান আনতে বলেন। একই দিন রাতে রিকশা চালিয়ে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পথে পান না নেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিল্লাদ তার স্ত্রী কোহিনূরকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর রাতেই বসত ঘরে চৌকির নিচে স্ত্রীকে মাটি চাপা দিয়ে সে জেলা শহর মাইজদীতে গা ঢাকা দেয়। মিল্লাদের বাড়ির পাশে তার শ্বশুর বাড়ি। সেখান থেকে তার বাচ্চা এসে মাকে ঘরে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে। খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে বসত ঘর থেকে গৃহবধূ কোহিনূরের লাশ উদ্ধার করে। পরে বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের আশ্বাস দিয়ে মিল্লাদকে ডেকে এনে পুলিশে সোপর্দ করে স্থানীয় সমাজের লোকজন। ঘটনার পরদিন কোহিনূরের ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে মিল্লাদকে আসামি করে চরজব্বর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আসামি পক্ষের আইনজীবী মো. মিরাজ উদ্দিন জুয়েল বলেন, ‘আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। কোনো সাক্ষী সংজ্ঞায়িতভাবে বিষয়টি প্রমাণ করতে পারেনি। তারা বিষয়টি দেখেনি, তারা শুধু শুনেছেন। কিন্তু আসামি ১৬৪ ধারায় আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত শুনানি শেষে মিল্লাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামি উচ্চ আদালতে আপিল করবেন।’
নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রী কোহিনূর বেগমকে (৩০) হত্যার দায়ে স্বামী মো. মিল্লাদ হোসেনকে (৩৫) মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ।
নারী শিশু ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মর্তুজা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো. মিল্লাদ হোসেন সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের মো. শাহজাহানের ছেলে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আদালত ও মামলার তথ্যমতে, সাজাপ্রাপ্ত আসামি মিল্লাদ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ২০১৭ সালের ২ মার্চ বিকেলে রিকশা নিয়ে বাজারে যাওয়ার সময় তার স্ত্রী কোহিনূর তাকে পান আনতে বলেন। একই দিন রাতে রিকশা চালিয়ে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পথে পান না নেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিল্লাদ তার স্ত্রী কোহিনূরকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর রাতেই বসত ঘরে চৌকির নিচে স্ত্রীকে মাটি চাপা দিয়ে সে জেলা শহর মাইজদীতে গা ঢাকা দেয়। মিল্লাদের বাড়ির পাশে তার শ্বশুর বাড়ি। সেখান থেকে তার বাচ্চা এসে মাকে ঘরে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে। খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এসে বসত ঘর থেকে গৃহবধূ কোহিনূরের লাশ উদ্ধার করে। পরে বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের আশ্বাস দিয়ে মিল্লাদকে ডেকে এনে পুলিশে সোপর্দ করে স্থানীয় সমাজের লোকজন। ঘটনার পরদিন কোহিনূরের ভাই বেলাল উদ্দিন বাদী হয়ে মিল্লাদকে আসামি করে চরজব্বর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আসামি পক্ষের আইনজীবী মো. মিরাজ উদ্দিন জুয়েল বলেন, ‘আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। কোনো সাক্ষী সংজ্ঞায়িতভাবে বিষয়টি প্রমাণ করতে পারেনি। তারা বিষয়টি দেখেনি, তারা শুধু শুনেছেন। কিন্তু আসামি ১৬৪ ধারায় আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালত শুনানি শেষে মিল্লাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামি উচ্চ আদালতে আপিল করবেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানেও ক্ষোভ প্রকাশ করতে পারে। কিংবা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপ্রিয় সমাধান।’
১৩ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তৃতীয় বিয়ে করায় যুবকের বিশেষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী। আজ মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্ত্রী।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় আতর বানু (৭৭) নামের এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের কড়াইতালা এ দুর্ঘটনা ঘটেছে।
৩৬ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় সজল সরকার (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে