Ajker Patrika

সিমেন্টের গোডাউনে মিলল হাজার লিটার তেল, ১০ হাজার টাকা জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সিমেন্টের গোডাউনে মিলল হাজার লিটার তেল, ১০ হাজার টাকা জরিমানা

ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের মানু মিয়ার বাজারের একটি সিমেন্টের গোডাউন থেকে মজুত করা এক হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক। আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী মজুতদার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক বলেন, সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্ধারিত দাম বেধে দেওয়া হয়েছে। কিন্তু কিছু সিন্ডিকেট দাম বাড়াতে অতিরিক্ত তেল মজুত করে রেখেছে। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী একটি সিমেন্টের গোডাউনে অভিযান পরিচালনা করে ৯১২ লিটার তেল পাওয়া যায়। এ সময় মজুতকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত