কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক বয়স ৩৫ বছরের মতো। নিহতের পরনে ছিল জিনস প্যান্ট ও ফুলহাতা সোয়েটার।
পুলিশের প্রাথমিক ধারণা, যুবককে হত্যা করা হয়েছে।
ওসি গিয়াস উদ্দিন জানান, সকালে জোয়ারের সময় সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় হাত-পা বাঁধা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।’
কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ নিশ্চিত এখনো নিশ্চিত নয় বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক বয়স ৩৫ বছরের মতো। নিহতের পরনে ছিল জিনস প্যান্ট ও ফুলহাতা সোয়েটার।
পুলিশের প্রাথমিক ধারণা, যুবককে হত্যা করা হয়েছে।
ওসি গিয়াস উদ্দিন জানান, সকালে জোয়ারের সময় সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় হাত-পা বাঁধা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।’
কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ নিশ্চিত এখনো নিশ্চিত নয় বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. রাশেদ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেসিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ২ লাখ ৭ হাজার ৫০০ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২১ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
১৭ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ইমান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের কাছে এই দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেরাজধানীর সাততলা বস্তি এলাকার সন্ত্রাসী সেন্টু মিয়াকে আটকের পর গণধোলাই দিয়ে অস্ত্রসহ গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা সেন্টু মিয়াকে মারধর করে গুলশান পুলিশে খবর দেয়।
২৮ মিনিট আগে