সেন্ট মার্টিনে ভেসে এল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯: ১৩
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক বয়স ৩৫ বছরের মতো। নিহতের পরনে ছিল জিনস প্যান্ট ও ফুলহাতা সোয়েটার।

পুলিশের প্রাথমিক ধারণা, যুবককে হত্যা করা হয়েছে।

ওসি গিয়াস উদ্দিন জানান, সকালে জোয়ারের সময় সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় হাত-পা বাঁধা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে।’

কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ নিশ্চিত এখনো নিশ্চিত নয় বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত