ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি কুমিল্লায় আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১৮: ০৪
হাবিবুর রহমান শিপন। ছবি: সংগৃহীত

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাবিবুর রহমান শিপনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থানা-পুলিশের একটি দল তাঁকে আটক করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা তদন্তে নাম আসায় পুলিশ তাঁকে আটক করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, গত ৪ আগস্ট বুড়িচং থানার নিমশার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলা তদন্তে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান শিপনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

শিপনের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী। ২০২২ সাল থেকে শিপন ফেনী পলিটেকনিক ছাত্রলীগ শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত