কুবি প্রতিনিধি
ছাত্রলীগ নেতাকে ‘তুমি’ সম্বোধন করায় মারধরের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমান। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটনাটি ঘটে।
জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে চিনতে না পেরে ‘তুমি’ সম্বোধন করেন আনিছুর। এতে ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ফটোকপি দোকানের পেছনে নিয়ে আনিছুরকে মারধর করেন ওয়াকিল।
মারধরের শিকার আনিছুর রহমান বলেন, ‘আমি চায়ের দোকানে বসেছিলাম। তখন ওয়াকিল ভাই এসে আমাকে জিজ্ঞেস করে আমি কোন ব্যাচ। তখন আমি তাঁকে তুমি বলে সম্বোধন করে বলি, আমি ভার্সিটির ১৩ তম ব্যাচ। এরপর তাকে বলি, মিরাজ কি তোমার বন্ধু। এতে আমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে ফটোকপির দোকান থেকে ডেকে নিয়ে আমাকে মারধর করে। তিনি আমার চোখের নিচে আঘাত করেন।’
মারধরের ব্যাপারে অভিযুক্ত ওয়াকিল আহমেদ বলেন, ‘আমি মারধর করিনি। সে আমাকে ‘তুই’ বলে সম্বোধন করে এবং আমার মুখে সিগারেটের ধোয়া ছাড়ে। আমি এটা না করাতে হাতাহাতি হয়।’
ঘটনার ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমার ইউনিটের সাধারণ সম্পাদকসহ সিনিয়র কয়েকজনকে ওই ছেলের কাছে পাঠিয়েছি। তার বক্তব্য নিয়ে আমরা আগামীকালই তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে অবগত। জানা মাত্রই আমি ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেলে পাঠাতে বলেছি।’
অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগে আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করছি। তারপর আগামীকাল প্রক্টোরিয়াল বডি বসে অভিযুক্তের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেব।
ছাত্রলীগ নেতাকে ‘তুমি’ সম্বোধন করায় মারধরের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আনিছুর রহমান। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটনাটি ঘটে।
জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদকে চিনতে না পেরে ‘তুমি’ সম্বোধন করেন আনিছুর। এতে ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ফটোকপি দোকানের পেছনে নিয়ে আনিছুরকে মারধর করেন ওয়াকিল।
মারধরের শিকার আনিছুর রহমান বলেন, ‘আমি চায়ের দোকানে বসেছিলাম। তখন ওয়াকিল ভাই এসে আমাকে জিজ্ঞেস করে আমি কোন ব্যাচ। তখন আমি তাঁকে তুমি বলে সম্বোধন করে বলি, আমি ভার্সিটির ১৩ তম ব্যাচ। এরপর তাকে বলি, মিরাজ কি তোমার বন্ধু। এতে আমার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে ফটোকপির দোকান থেকে ডেকে নিয়ে আমাকে মারধর করে। তিনি আমার চোখের নিচে আঘাত করেন।’
মারধরের ব্যাপারে অভিযুক্ত ওয়াকিল আহমেদ বলেন, ‘আমি মারধর করিনি। সে আমাকে ‘তুই’ বলে সম্বোধন করে এবং আমার মুখে সিগারেটের ধোয়া ছাড়ে। আমি এটা না করাতে হাতাহাতি হয়।’
ঘটনার ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমার ইউনিটের সাধারণ সম্পাদকসহ সিনিয়র কয়েকজনকে ওই ছেলের কাছে পাঠিয়েছি। তার বক্তব্য নিয়ে আমরা আগামীকালই তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে অবগত। জানা মাত্রই আমি ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেলে পাঠাতে বলেছি।’
অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগে আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করছি। তারপর আগামীকাল প্রক্টোরিয়াল বডি বসে অভিযুক্তের বিরুদ্ধে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেব।
আয়শা আক্তার আঁখি এ পর্যন্ত তিনি ৫ শতাধিক গয়না তৈরি করেছেন। এসবের মধ্যে রয়েছে কানের দুল, গলার সেট, মালা, চুড়িসহ নানা ধরনের গয়না। মাটির গয়নায় নান্দনিক ডিজাইন ও কারুকাজ যুক্ত করে সেগুলি তৈরি করেন তিনি। শুরুতে তেমন সাড়া না পেলেও এখন তাঁর তৈরি গয়নাগুলো অনলাইনে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নতুন অর্ডার...
১ মিনিট আগেগতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালিসহ হান্নানের শরীরে ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছ
২৫ মিনিট আগেঅভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৭ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৭ ঘণ্টা আগে