রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানার পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বুধবার বিকেলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রামগড় থানার পরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মো. আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।
নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। গতকাল দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাঁকে না পেয়ে কৃষি গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সকালে তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়।
রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সলকে এ বিষয়ে জানতে ফোন করা হলে শ্রমিক মার্ডার হয়েছেন বলে ফোন কেটে দেন।
রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড় অঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের মসজিদের অজুখানার পাশ থেকে বাগানের সাবেক শ্রমিক নূর আলমের মরদেহ উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির রামগড়ে আবু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের টাওয়ার টিলা নামক স্থান থেকে আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানার পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল বুধবার বিকেলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রামগড় থানার পরিদর্শক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মো. আবু মিয়া রামগড় উপজেলার নুরপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কৃষি গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।
নিহত আবু মিয়ার জামাতা মোহাম্মদ মাইনুদ্দীন জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাগানে কাজ করেন। গতকাল দুপুরের খাবার খেয়ে বাগান দেখতে টিলার ওপরে যান। সন্ধ্যা হলেও বাড়ি না আসায় আশপাশে খোঁজ নিয়ে তাঁকে না পেয়ে কৃষি গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সকালে তল্লাশি করলে টাওয়ার টিলা নামক স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন, কান কাটা অবস্থায় দেখা যায়।
রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সলকে এ বিষয়ে জানতে ফোন করা হলে শ্রমিক মার্ডার হয়েছেন বলে ফোন কেটে দেন।
রামগড় থানার পরিদর্শক মনির হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছি। লাশের মাথার বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ আগস্ট পাহাড় অঞ্চল কৃষি গবেষণাকেন্দ্রের মসজিদের অজুখানার পাশ থেকে বাগানের সাবেক শ্রমিক নূর আলমের মরদেহ উদ্ধার করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
২০ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
৪২ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
১ ঘণ্টা আগেফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে