Ajker Patrika

রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

রাঙামাটি প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাঙামাটি সদরে সন্ত্রাসীদের গুলিতে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম নির্মল খীসা (৩২)। তিনি নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারি খীসার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।’

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে ইউপিডিএফের তিনজন কর্মী তৈমেদুং এলাকা থেকে খামারপাড়ায় আসছিলেন। পথে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীণ চাকমা একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে অভিযোগ করেন, ‘রোববার সকাল ৯টার সময় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ির খামারপাড়ায় আগে থেকে ওত পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের ছয়-সাতজনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্যদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা গুলি করে ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা কাটাছড়ি স্বর্গপুর বনভাবনা কেন্দ্রের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।’

অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘জেএসএস সশস্ত্র কার্যক্রমে জড়িত নয়। সাপছড়ি এলাকায় জেএসএসের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড হতে পারে। এর সঙ্গে জেএসএসের কোনো সম্পর্ক নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত