ঢাকা-হাতিয়া রুটে চার দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১৬: ২৭
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৭: ০০

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে রাজধানী ঢাকার নৌ যোগাযোগ চার দিন ধরে বন্ধ রয়েছে। ফলে এই রুটে যাতায়াতকারী যাত্রী ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছে।

ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী লঞ্চ দুটি প্রতিদিন হাতিয়ার তমরদ্দি বাজার ঘাটে ভেড়ে। তাতে দ্বীপের এই ঘাটটি হয়ে উঠেছে ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। গত শনিবার থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বদলে গেছে এই ঘাটের চিত্র। নীরব নিস্তব্ধ হয়ে গেছে ঘাট এলাকা।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঢাকা গিয়ে চিকিৎসা নেওয়া রোগীদের জন্য বেশ সমস্যা হচ্ছে। ঢাকা থেকে বাবার বাড়ি এসে গত রোববার অসুস্থ হন ফেন্সী আক্তার নামের এক গৃহিণী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এই রুটে লঞ্চ বন্ধ থাকায় এক দিন অপেক্ষা করে ঝুঁকি নিয়ে ছোট ট্রলারে নদী পারি দিয়ে নোয়াখালী জেলা সদর হয়ে ঢাকায় পৌঁছান। ফেন্সী হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী ইউছুফের মেয়ে। ফেন্সীর বাবা ইউছুফ বলেন, ঢাকা-হাতিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়তে হয়েছে। মেয়েকে বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে নদী পারি দিতে হয়েছে।

হাতিয়ার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি আক্তার হোসেন বলেন, লঞ্চ সার্ভিস না থাকায় চার দিন ধরে ঢাকা থেকে মালামাল আসা বন্ধ। গতকাল কয়েকজন গ্রাহক অফিসে এসে ক্ষোভ প্রকাশ করেন। গ্রাহকদের জরুরি চিঠিপত্র সময়মতো পৌঁছায়নি বলে অফিস বন্ধ রাখতে হচ্ছে।

হাতিয়া দ্বীপ নিউমার্কেটের ইলেকট্রিক ব্যবসায়ী ট্রেডপার্ক দোকানের মালিক মো. পারভেজ বলেন, ল্যাপটপসহ কয়েকটি পণ্য মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এগুলো গ্রাহকদের আরও তিন দিন আগে সরবরাহ করার কথা। কিন্তু লঞ্চ বন্ধ থাকায় তা সম্ভব হয়ে উঠছে না। তা ছাড়া এই মার্কেটের চার শতাধিক ব্যবসায়ী প্রতিদিন ঢাকা থেকে এই রুটে মালামাল আনেন। তাঁরাও বিপাকে পড়েছেন।

তমরদ্দি ঘাট ইজারাদারের হিসাবরক্ষক মো. হাফেজ বলেন, এই ঘাট দিয়ে দ্বীপের শতাধিক বাজারের ব্যবসায়ী মালামাল পরিবহন করেন। ঢাকা থেকে প্রতিদিন এই রুটে আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য আসে এই দ্বীপে। কোনো কোনো দিন ঢাকা থেকে আসা পণ্য খালাস করতে চার-পাঁচ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায় শতাধিক শ্রমিকের। দ্বীপের ছোট-বড় পাঁচ সহস্রাধিক ব্যবসায়ী এই রুটের ওপর নির্ভরশীল।

ঢাকা-হাতিয়া রুটে প্রতিদিন ফারহান নেভিগেশন ও ফেয়ারি শিপিং লাইনস লিমিটেডের চারটি লঞ্চ চলাচল করে। দুটি লঞ্চ দুপুরে হাতিয়া থেকে ছেড়ে যায়, আবার একই দিন দুটি লঞ্চ বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসে।

ফারহান নেভিগেশন কোম্পানির ঘাট সুপারভাইজার মো. এনায়েত হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সরকারি নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।

এ ব্যাপারে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু আজকের পত্রিকাকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত