রামগতিতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ৫৭
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১২

লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বিবিরহাট এলাকায় রামগতি-বিবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রামগতি উপজেলার পূর্ব চররমিজ এলাকার আবদুর রবের ছেলে সাইফুদ্দিন আহমেদ (৩০) ও একই এলাকার বাসিন্দা আবুল কালাম (৪০)। এ ছাড়া আহতদের মধ্যে শহীদ উদ্দিন নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘ট্রাকের চাপায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। দুই আহত ব্যক্তির মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন। ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে। বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে রামগতি থেকে বিবিরহাটের দিকে যাচ্ছিলেন সাইফুদ্দিন আহমেদসহ অন্যরা। ওই সড়কের বিবিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সাইফুদ্দিন আহমেদ। 

গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবুল কালাম। অপর আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শহীদ উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত