চাঁদপুরে রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর প্রতিনিধি
Thumbnail image

চাঁদপুরে মতলব দক্ষিণে রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়াধারি গ্রামের এ বিক্ষোভ মিছিল হয়।

মানববন্ধনে এলাকাবাসী ‘রাস্তা চাই রাস্তা চাই’ স্লোগান দেন। এ সময় তাঁরা হাসপাতালে যেতে নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। দীর্ঘ ৪০ বছরের যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে নষ্ট করার প্রতিবাদ জানান। এ সময় তাঁরা দেড় কিলোমিটারের রাস্তাটি ঘোড়াধারি ঈদগাহ মাঠ থেকে খান বাড়ি জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান।

এলাকার বাসিন্দা শওকত তালুকদার এই বিষয়ে বলেন, ‘৪ দিন আগে রাতে রাস্তাটি কেটে ফেলে কে বা কারা। তবে এলাকার হুমায়ন হাজী, আলমগীর হাজী ও নাছির তালুকদারের ষড়যন্ত্রের শিকার হয়ে রাস্তাটিতে এখন চলাচল বন্ধ। আমরা চাই সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করা হোক।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিল্লাল হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে। হঠাৎ রাতে রাস্তাটির একাংশে কেটে ফেলে দুর্বৃত্তরা। দুপক্ষের সম্পত্তি মেপে রাস্তার কাজ ধরা হয়েছিল।’

হুমায়ন হাজী এই বিষয়ে বলেন, ‘এখানে রাস্তা ছিল না। এটি আমার খরিদকৃত সম্পত্তি। আমি থানায় অভিযোগ করেছি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি কেটে আবারও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গর্তটি ভরাট করে রাস্তার বাকি কাজ করা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত