Ajker Patrika

তারুণ্যের সমাবেশ ঘিরে চট্টগ্রামে উচ্ছ্বাস, পুলিশের বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তারুণ্যের সমাবেশ ঘিরে চট্টগ্রামে উচ্ছ্বাস, পুলিশের বাড়তি সতর্কতা

তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা ও অন্যান্য দাবিতে চট্টগ্রামে যুবদলের ডাকা ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ কেন্দ্র করে চট্টগ্রামের কাজীর দেউড়ি ও আশপাশের এলাকায় সমবেত হচ্ছে তরুণেরা।  আজ বুধবার তিনটা থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশস্থলে হাজারো নেতা-কর্মী জড়ো হয়েছেন।

কাজীর দেউড়ি মোড় সিআরবি মাঠ এবং ওয়াসার জমিয়াতুল ফালাহ ময়দানে যুবদল ও বিএনপির নেতা–কর্মীরা জড়ো হতে দেখা গেছে। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে সমাবেশস্থল।

কাজীর দেউড়ি এবং এর আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে। এই সমাবেশ ঘিরে ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজারের চকরিয়ার কাকারা থেকে সমাবেশে যোগ দিয়েছেন আরিফুল হক। তাঁর হাতের ব্যানারে খালেদা জিয়ার মুক্তি এবং অন্যান্য দাবি-দাওয়া তুলে ধরেছেন তিনি। তাঁর সঙ্গে আসা অন্যান্য কর্মীরাও বিভিন্ন রংবেরঙের ক্যাপ এবং টি-শার্ট পরেছেন।

আরিফুল হক বলেন, রাজপথে নেমেছি। ঘরে আর ফিরব না। এই সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশ ঘিরে ৪০০ পুলিশ মোতায়েন আছে। জনগণের জান মালের নিরাপত্তা ও নাশকতা এড়াতে বাড়তি সতর্ক পুলিশ।

এর আগে গতকাল রাতে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের’ অনুমতি বাতিল করে প্রশাসন। তবে পাশেই কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের অনুমতি দেয় নগর পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত