Ajker Patrika

কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু উৎসব শুরু 

বাঘাইছড়ি প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১: ৫৭
কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু উৎসব শুরু 

রাঙামাটির বাঘাইছড়ির কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ের ঐতিহ্যবাহী বিজু উৎসব। আজ ১২ এপ্রিল কাপ্তাই হ্রদের শাখা কাচালং নদীতে ফুল ভাসানোর মাধ্যমে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানাতে জড়ো হন হাজারো পাহাড়ি। 

মুহূর্তেই কাচালং নদীর দুই পাশ ফুলে ফুলে ভরে ওঠে। নদীতে ফুল ভাসানো শেষে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উজনী যুব শিল্পীগোষ্ঠী। এতে নাচে-গানে মুখরিত থাকে দর্শনার্থীরা। 

বিজু উৎসব উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিজু উৎসব চলবে টানা তিন দিন। নদীতে ফুল ভাসানো ছাড়াও বিভিন্ন পাড়া-মহল্লায় নানা ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠ থাকায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।   

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বরাবরের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবারও সব ধরেনর সহযোগিতা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত