নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে নিখোঁজের তিন দিন পর নিজ দোকানের গুদামঘর থেকে আবু মোতালেব (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলেছেন, ওই ব্যবসায়ী ঋণগ্রস্ত ছিলেন। পাওয়াদারের চাপে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
আজ শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের গুদাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
মৃত মোতালেব কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাসিন্দা। তিনি পরিবার নিয়ে হালিশহর এলাকার জাহানারা ম্যানশন নামে একটি ভবনে থাকতেন। হালিশহরে মোতালেব মোবাইল রিচার্জ ও ইলেকট্রনিকস সামগ্রীর একটি দোকান চালাতেন।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গুদামঘরের দরজা ভেঙে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে দরজার সিটকিনি লাগানো ছিল।
মোজাহেদুল ইসলাম আরও বলেন, ‘মৃতের শরীরে কিছুটা পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মরদেহ যেখানে পাওয়া গেছে সেখানে দুটি ছোট বোতল ছিল। এগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে মৃতের কারণ জানা যাবে।’
মোজাহেদুল বলেন, ‘প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ গুদামের দরজা ভেতর থেকে লাগানো ছিল। সেখানে দরজা ছাড়া কেউ ভেতরে যাওয়ার সুযোগ নেই।’
স্থানীয়রা বলছেন, গুদামঘরের সামনে থাকা একটি দোকান চালাতেন মোতালেব। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ঋণের চাপে ওই ব্যবসায়ী আত্মহত্যা করে থাকতে পারে।
হালিশহরে স্থানীয় মো. বেলাল বলেন, লোকটির প্রচুর দেনা-পাওনা ছিল। অনেক মানুষ তাঁর কাছ থেকে টাকা পেতেন। তা সহ্য করতে না পেরে হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারে। তিনি পরিবার নিয়ে এখানেই থাকতেন।
চট্টগ্রাম নগরীতে নিখোঁজের তিন দিন পর নিজ দোকানের গুদামঘর থেকে আবু মোতালেব (৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলেছেন, ওই ব্যবসায়ী ঋণগ্রস্ত ছিলেন। পাওয়াদারের চাপে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
আজ শুক্রবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের গুদাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
মৃত মোতালেব কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাসিন্দা। তিনি পরিবার নিয়ে হালিশহর এলাকার জাহানারা ম্যানশন নামে একটি ভবনে থাকতেন। হালিশহরে মোতালেব মোবাইল রিচার্জ ও ইলেকট্রনিকস সামগ্রীর একটি দোকান চালাতেন।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গুদামঘরের দরজা ভেঙে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে দরজার সিটকিনি লাগানো ছিল।
মোজাহেদুল ইসলাম আরও বলেন, ‘মৃতের শরীরে কিছুটা পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মরদেহ যেখানে পাওয়া গেছে সেখানে দুটি ছোট বোতল ছিল। এগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে মৃতের কারণ জানা যাবে।’
মোজাহেদুল বলেন, ‘প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ গুদামের দরজা ভেতর থেকে লাগানো ছিল। সেখানে দরজা ছাড়া কেউ ভেতরে যাওয়ার সুযোগ নেই।’
স্থানীয়রা বলছেন, গুদামঘরের সামনে থাকা একটি দোকান চালাতেন মোতালেব। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ঋণের চাপে ওই ব্যবসায়ী আত্মহত্যা করে থাকতে পারে।
হালিশহরে স্থানীয় মো. বেলাল বলেন, লোকটির প্রচুর দেনা-পাওনা ছিল। অনেক মানুষ তাঁর কাছ থেকে টাকা পেতেন। তা সহ্য করতে না পেরে হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারে। তিনি পরিবার নিয়ে এখানেই থাকতেন।
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
১৩ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগে