Ajker Patrika

চবি থেকে ফের অজগর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৪
চবি থেকে ফের অজগর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস থেকে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদসংলগ্ন বাজারে গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পাশ থেকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত আমাকে খবর দিলে আমরা কলার ঝুপড়িতে এসে সাপটিকে দড়ি বাঁধা অবস্থায় পাই। ঝুপড়ির দোকানের একটি ছেলে সাপটিকে আশপাশে দেখে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে। আমরা সাপটিক উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন জঙ্গলে অবমুক্ত করেছি।’ 

এই শিক্ষার্থী আরও বলেন, ‘সাপটি বর্মিজ পাইথন (Python bivittatus)। এটি ৫ ফুট লম্বা হবে এবং ওজন প্রায় ২ কেজির মতো। অজগর সাপ অবিষধর সাপ। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’ 

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে এসে আটকা পড়ে ১২ ফুট দৈর্ঘ্য ও ১৮ কেজি ওজনের বিশালাকৃতির একটি অজগর সাপ। পরে সাপটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অদূরে একটি পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত