Ajker Patrika

রামুতে সারমিত্র মহাথেরোর মহাপ্রয়াণ

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০০: ৪২
রামুতে সারমিত্র মহাথেরোর মহাপ্রয়াণ

কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথেরো মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সারমিত্র মহাথেরোর বয়স হয়েছিল ৫২ বছর।

সন্ধ্যার পরে সারমিত্র মহাথেরোের মরদেহ রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র মহাবিহারে পৌঁছালে শোকাহত নারী-পুরুষসহ সর্বস্তরের জনতা, রাজনীতিবিদ, প্রশাসনের প্রতিনিধি এই বৌদ্ধ ভিক্ষুর প্রতি সম্মান জানাতে ছুটে আসেন। 

প্রজ্ঞামিত্র বনবিহারের সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, সারমিত্র মহাথেরো গতকাল সোমবার রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করে চিকিৎসা সেবা দেন। মঙ্গলবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

বৌদ্ধদের ধর্মীয় গুরু সারমিত্র মহাথেরোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল। মঙ্গলবার এক শোকবার্তায় সাইমুম সরওয়ার কমল এমপি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরু সারমিত্র মহাথেরোের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

প্রজ্ঞামিত্র বনবিহারের সাবেক সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত ভিক্ষু সারমিত্র মহাথেরোর মরদেহ বিহারে রাখা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে মরদেহ পেটিকাবদ্ধ করে সংরক্ষণ করা হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্ত পরে জানানো হবে। 

উল্লেখ্য, সারমিত্র মহাথেরো কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আনন্দ মোহন বড়ুয়া ও মা চারুবালা বড়ুয়া। প্রয়াত সারমিত্র মহাথেরো ছিলেন প্রজ্ঞামিত্র বনবিহারের প্রয়াত অধ্যক্ষ প্রজ্ঞামিত্র মহাথেরোর প্রথম শিষ্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত