Ajker Patrika

রামগতির ২ পুলিশ ক্যাম্প নিয়ন্ত্রণ করবে আরআরএফ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতির ২ পুলিশ ক্যাম্প নিয়ন্ত্রণ করবে আরআরএফ

লক্ষ্মীপুরের রামগতি থানা নিয়ন্ত্রণাধীন তেগাছিয়া ও টাংকী পুলিশ ক্যাম্পের সকল পুলিশ সদস্যকে থানায় সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে তেগাছিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সঙ্গে রামগতির দীর্ঘদিন ধরে সীমানা বিরোধ চলছে। সীমানা জটিলতার জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এ ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করবে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), চট্টগ্রাম।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করবে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্স। আমরা তদারকি করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত