কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয়ে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি নাফ নদের সীমান্ত দিয়ে তাঁদের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে আনা হয়।
৬ দিন আগে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের ভূ-খণ্ডের ঢুকে পড়ে। আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ফিশারিঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ৫ অক্টোবর সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় ডাকাত দল জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। এরপর ট্রলারটি ৭ অক্টোবর ভোরে মিয়ানমারের একটি চরে নিয়ে গিয়ে জেলেদের ছেড়ে দেয় ডাকাতেরা।
পরে জেলেরা মিয়ানমারের স্থানীয়দের সহায়তায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত রোববার বিষয়টি বিজিবিকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাফ নদের সীমান্ত দিয়ে জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়।
ফেরত আনা জেলেরা হলেন—মো, ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২), এবং মো. জয়নাল (৫৫)।
তাঁরা কক্সবাজার সদর ও রামু উপজেলার বাসিন্দা। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয়ে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় বিজিবি নাফ নদের সীমান্ত দিয়ে তাঁদের কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে আনা হয়।
৬ দিন আগে এই জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমারের ভূ-খণ্ডের ঢুকে পড়ে। আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর ইশতিয়াক আহমেদ।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ফিশারিঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। ৫ অক্টোবর সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত জেলেদের ওপর আক্রমণ করে। এ সময় ডাকাত দল জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। এরপর ট্রলারটি ৭ অক্টোবর ভোরে মিয়ানমারের একটি চরে নিয়ে গিয়ে জেলেদের ছেড়ে দেয় ডাকাতেরা।
পরে জেলেরা মিয়ানমারের স্থানীয়দের সহায়তায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত রোববার বিষয়টি বিজিবিকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিজিবি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাফ নদের সীমান্ত দিয়ে জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়।
ফেরত আনা জেলেরা হলেন—মো, ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২), এবং মো. জয়নাল (৫৫)।
তাঁরা কক্সবাজার সদর ও রামু উপজেলার বাসিন্দা। তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৫ ঘণ্টা আগে