প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এক দিনমজুরের বসতঘর পুড়ে হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাটাপাড়ি নদী সংলগ্ন চর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ঘরের মালিক মো. মুবিন। তিনি মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকার নুর কাদেরের ছেলে ও পেশায় একজন দিনমজুর।
মুবিনের স্ত্রী রোজিনা আকতার বলেন, মধ্যরাতে হঠাৎ স্বামী চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। তখন চারদিকে আগুন দেখতে পেয়ে বাচ্চাদের নিয়ে আমি বেরিয়ে পড়ি। বিশ মিনিটের মধ্যে চোখের সামনে আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তিন সন্তান নিয়ে এখন আমাদের মাথা গোঁজার টাই নাই।
দিনমজুর মো. মুবিন বলেন, পাঁচ বছর আগে মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া থেকে পরিবার নিয়ে এখানে এসে বসতি শুরু করি। আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। নগদ টাকা ও আসবাব মিলিয়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেশী হাসিনা বেগম বলেন, চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে দেখি মুবিনের ঘর আগুনে পুড়ছে। ঘরটি কাঠ আর বাঁশে দিয়ে তৈরি হওয়াতে মুহূর্তেই সবকিছু আগুনে পুড়ে যায়। বিশ মিনিটের মধ্যে তা ছাইয়ে পরিণত হয়ে যায়। গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পেকুয়া স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বড়ুয়া বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এক দিনমজুরের বসতঘর পুড়ে হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের কাটাপাড়ি নদী সংলগ্ন চর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ঘরের মালিক মো. মুবিন। তিনি মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকার নুর কাদেরের ছেলে ও পেশায় একজন দিনমজুর।
মুবিনের স্ত্রী রোজিনা আকতার বলেন, মধ্যরাতে হঠাৎ স্বামী চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। তখন চারদিকে আগুন দেখতে পেয়ে বাচ্চাদের নিয়ে আমি বেরিয়ে পড়ি। বিশ মিনিটের মধ্যে চোখের সামনে আমার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তিন সন্তান নিয়ে এখন আমাদের মাথা গোঁজার টাই নাই।
দিনমজুর মো. মুবিন বলেন, পাঁচ বছর আগে মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া থেকে পরিবার নিয়ে এখানে এসে বসতি শুরু করি। আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। নগদ টাকা ও আসবাব মিলিয়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেশী হাসিনা বেগম বলেন, চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে দেখি মুবিনের ঘর আগুনে পুড়ছে। ঘরটি কাঠ আর বাঁশে দিয়ে তৈরি হওয়াতে মুহূর্তেই সবকিছু আগুনে পুড়ে যায়। বিশ মিনিটের মধ্যে তা ছাইয়ে পরিণত হয়ে যায়। গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পেকুয়া স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বড়ুয়া বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
বরিশালের হিজলা উপজেলায় অবৈধ চিমনির ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদীর পাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।
৫ মিনিট আগেআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী (১৪ মার্চ) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করবে বাস মালিকেরা। ২৫ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে। আজ বৃহস্পতিবার ৬ মার্চ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে