আখাউড়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৩, ১০: ৪০
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে মো. খায়রুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে আখাউড়া থানার উপপরিদর্শক জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী শিবনগর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি সোহেল ও সেলিমসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কনস্টেবল মো. খাইরুল ঝাঁপ দিয়ে সোহেলকে ধরে ফেলে। কিন্তু কনস্টেবল খায়রুল কিছু বুঝে ওঠার আগেই সেলিম ছুরি দিয়ে পেটের বাঁ পাশে একাধিকবার ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে খায়রুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে আখাউড়া থানার পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত