কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে তৃতীয় দিনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকাল ১০টা থেকে চলছে এই প্রচারণা। লিফলেট বিতরণ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন মেয়র পদে প্রার্থী চারজনই। নির্বাচনকে সামনে রেখে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে গণসংযোগ।
আজ রোববার সকালে কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেত্রী তাহসীন বাহার সূচনা। এ সময় তিনি এই এলাকার নিম্ন আয়ের মানুষের সঙ্গে কুশলা বিনিময় করেন এবং বাস প্রতীকে ভোট চান। তিনি বলেন, নগরীর যেসব ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি, নির্বাচিত হলে সেসব ওয়ার্ডে উন্নয়নকাজে প্রাধান্য দেওয়া হবে।
কুমিল্লা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড গন্ধমতি এলাকায় গণসংযোগ করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর পরিবর্তনের জন্য মানুষ আমাকে বিপুলভাবে সমর্থন ও সাড়া দিচ্ছে। আমার প্রতিপক্ষ দলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনার কাছে (সাক্কু) কালো টাকা আছে। কালো টাকার ওপর ভর করে তিনি নির্বাচন করছেন। বিএনপির সব নেতা-কর্মী আমার সঙ্গে আছে। নির্বাচনে কাজ করছেন।’
নগরীর জিলা স্কুল সড়কে গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে টেবিল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দুই মেয়াদের পর যেসব কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করা হবে।
এ ছাড়া নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম। তিনি এ সময় ব্যবসায়ীদের কাছে ভোট চান। তিনি সাংবাদিকদের জানান, বরাদ্দ থাকা সত্ত্বেও ১২ বছরে কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে দেশের অন্যান্য উন্নত সিটির মতো কুমিল্লাকে তৈরি করা হবে।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।
কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে তৃতীয় দিনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকাল ১০টা থেকে চলছে এই প্রচারণা। লিফলেট বিতরণ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন মেয়র পদে প্রার্থী চারজনই। নির্বাচনকে সামনে রেখে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে গণসংযোগ।
আজ রোববার সকালে কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেত্রী তাহসীন বাহার সূচনা। এ সময় তিনি এই এলাকার নিম্ন আয়ের মানুষের সঙ্গে কুশলা বিনিময় করেন এবং বাস প্রতীকে ভোট চান। তিনি বলেন, নগরীর যেসব ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি, নির্বাচিত হলে সেসব ওয়ার্ডে উন্নয়নকাজে প্রাধান্য দেওয়া হবে।
কুমিল্লা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড গন্ধমতি এলাকায় গণসংযোগ করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর পরিবর্তনের জন্য মানুষ আমাকে বিপুলভাবে সমর্থন ও সাড়া দিচ্ছে। আমার প্রতিপক্ষ দলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনার কাছে (সাক্কু) কালো টাকা আছে। কালো টাকার ওপর ভর করে তিনি নির্বাচন করছেন। বিএনপির সব নেতা-কর্মী আমার সঙ্গে আছে। নির্বাচনে কাজ করছেন।’
নগরীর জিলা স্কুল সড়কে গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে টেবিল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দুই মেয়াদের পর যেসব কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করা হবে।
এ ছাড়া নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম। তিনি এ সময় ব্যবসায়ীদের কাছে ভোট চান। তিনি সাংবাদিকদের জানান, বরাদ্দ থাকা সত্ত্বেও ১২ বছরে কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে দেশের অন্যান্য উন্নত সিটির মতো কুমিল্লাকে তৈরি করা হবে।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৬ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৪ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩২ মিনিট আগে