কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে তৃতীয় দিনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকাল ১০টা থেকে চলছে এই প্রচারণা। লিফলেট বিতরণ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন মেয়র পদে প্রার্থী চারজনই। নির্বাচনকে সামনে রেখে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে গণসংযোগ।
আজ রোববার সকালে কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেত্রী তাহসীন বাহার সূচনা। এ সময় তিনি এই এলাকার নিম্ন আয়ের মানুষের সঙ্গে কুশলা বিনিময় করেন এবং বাস প্রতীকে ভোট চান। তিনি বলেন, নগরীর যেসব ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি, নির্বাচিত হলে সেসব ওয়ার্ডে উন্নয়নকাজে প্রাধান্য দেওয়া হবে।
কুমিল্লা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড গন্ধমতি এলাকায় গণসংযোগ করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর পরিবর্তনের জন্য মানুষ আমাকে বিপুলভাবে সমর্থন ও সাড়া দিচ্ছে। আমার প্রতিপক্ষ দলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনার কাছে (সাক্কু) কালো টাকা আছে। কালো টাকার ওপর ভর করে তিনি নির্বাচন করছেন। বিএনপির সব নেতা-কর্মী আমার সঙ্গে আছে। নির্বাচনে কাজ করছেন।’
নগরীর জিলা স্কুল সড়কে গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে টেবিল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দুই মেয়াদের পর যেসব কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করা হবে।
এ ছাড়া নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম। তিনি এ সময় ব্যবসায়ীদের কাছে ভোট চান। তিনি সাংবাদিকদের জানান, বরাদ্দ থাকা সত্ত্বেও ১২ বছরে কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে দেশের অন্যান্য উন্নত সিটির মতো কুমিল্লাকে তৈরি করা হবে।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।
কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে তৃতীয় দিনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকাল ১০টা থেকে চলছে এই প্রচারণা। লিফলেট বিতরণ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন মেয়র পদে প্রার্থী চারজনই। নির্বাচনকে সামনে রেখে অভিযোগ পাল্টা অভিযোগে চলছে গণসংযোগ।
আজ রোববার সকালে কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেত্রী তাহসীন বাহার সূচনা। এ সময় তিনি এই এলাকার নিম্ন আয়ের মানুষের সঙ্গে কুশলা বিনিময় করেন এবং বাস প্রতীকে ভোট চান। তিনি বলেন, নগরীর যেসব ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি, নির্বাচিত হলে সেসব ওয়ার্ডে উন্নয়নকাজে প্রাধান্য দেওয়া হবে।
কুমিল্লা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড গন্ধমতি এলাকায় গণসংযোগ করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার। এ সময় তিনি বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। আর পরিবর্তনের জন্য মানুষ আমাকে বিপুলভাবে সমর্থন ও সাড়া দিচ্ছে। আমার প্রতিপক্ষ দলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনার কাছে (সাক্কু) কালো টাকা আছে। কালো টাকার ওপর ভর করে তিনি নির্বাচন করছেন। বিএনপির সব নেতা-কর্মী আমার সঙ্গে আছে। নির্বাচনে কাজ করছেন।’
নগরীর জিলা স্কুল সড়কে গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে টেবিল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দুই মেয়াদের পর যেসব কাজ অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করা হবে।
এ ছাড়া নগরীর চকবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম। তিনি এ সময় ব্যবসায়ীদের কাছে ভোট চান। তিনি সাংবাদিকদের জানান, বরাদ্দ থাকা সত্ত্বেও ১২ বছরে কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে দেশের অন্যান্য উন্নত সিটির মতো কুমিল্লাকে তৈরি করা হবে।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে