কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি পালন নিয়ে দল দুটির মধ্য সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হ্নীলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হ্নীলা বাজার চত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ।
আহতদের মধ্যে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ সেলিমের নাম জানা গেছে। এ ছাড়া বিএনপির দুই নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।
সরেজমিন হ্নীলা বাজারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বংশের নেতৃত্বে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী হ্নীলা বাজারের দক্ষিণ পাশে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ শুরু করে। অপর দিকে পথযাত্রা শুরু করে বিএনপি। কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হয় তারা। সংঘর্ষে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, দিনদুপুরে পূর্বপরিকল্পিত হামলা ও ফায়ারিং করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের হামলায় হ্নীলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ ১০-১২ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে বিএনপির নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের হামলায় তাঁদের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা বিএনপির সভাপতি মো. শাহাজাহান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা ও গুলি চালানো হয়। এতে আমাদের ১০-১২ জন নেতা-কর্মী আহত হন। সেই সঙ্গে আমার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা।’
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি শান্তি সমাবেশে হামলা চালিয়ে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসী হিসেবে আবারও প্রমাণ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. শাহাজাহান চৌধুরী আজকের পত্রিকাকে জানান, শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বিএনপির ছয়-সাতজন নেতা-কর্মীকে আহত করেন। সেই সঙ্গে হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার ঘটনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি নুরুল বশর, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এইচ এম ইউনুছ বাঙালি, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমুখ।
কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি পালন নিয়ে দল দুটির মধ্য সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হ্নীলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হ্নীলা বাজার চত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ।
আহতদের মধ্যে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ সেলিমের নাম জানা গেছে। এ ছাড়া বিএনপির দুই নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।
সরেজমিন হ্নীলা বাজারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বংশের নেতৃত্বে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী হ্নীলা বাজারের দক্ষিণ পাশে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ শুরু করে। অপর দিকে পথযাত্রা শুরু করে বিএনপি। কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হয় তারা। সংঘর্ষে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, দিনদুপুরে পূর্বপরিকল্পিত হামলা ও ফায়ারিং করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের হামলায় হ্নীলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ ১০-১২ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে বিএনপির নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের হামলায় তাঁদের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা বিএনপির সভাপতি মো. শাহাজাহান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা ও গুলি চালানো হয়। এতে আমাদের ১০-১২ জন নেতা-কর্মী আহত হন। সেই সঙ্গে আমার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা।’
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি শান্তি সমাবেশে হামলা চালিয়ে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসী হিসেবে আবারও প্রমাণ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. শাহাজাহান চৌধুরী আজকের পত্রিকাকে জানান, শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বিএনপির ছয়-সাতজন নেতা-কর্মীকে আহত করেন। সেই সঙ্গে হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার ঘটনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি নুরুল বশর, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এইচ এম ইউনুছ বাঙালি, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমুখ।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৮ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে