চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান।
এর আগে গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়া এলাকায় হাতির আক্রমণে গুরুতর আহত হন তিনি।
মারা যাওয়া নারীর নাম জনু আরা বেগম (৩৬)। তিনি ওই এলাকার মো. হেলাল উদ্দিনের স্ত্রী।
কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরের বাইরে বের হন জনু আরা বেগম। এতে দলছুট একটি হাতির সামনে পড়ে গলে হাতিটির আক্রমণের শিকার হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। চমেকে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যায় তিনি।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিনি মারা যান।
এর আগে গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়া এলাকায় হাতির আক্রমণে গুরুতর আহত হন তিনি।
মারা যাওয়া নারীর নাম জনু আরা বেগম (৩৬)। তিনি ওই এলাকার মো. হেলাল উদ্দিনের স্ত্রী।
কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরের বাইরে বের হন জনু আরা বেগম। এতে দলছুট একটি হাতির সামনে পড়ে গলে হাতিটির আক্রমণের শিকার হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। চমেকে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যায় তিনি।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১২ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৩ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১৫ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১৬ মিনিট আগে