ফেনীতে বিএনপি নেতা আকবর হোসেন জামিনে মুক্ত

ফেনী প্রতিনিধি
Thumbnail image

এক মাস ২১ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। আজ সোমবার তিনি ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পান। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই। 

এর আগে গত ২৫ নভেম্বর বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল শেষে বাড়িতে ফেরার পথে উপজেলার মোক্তার বাড়ি এলাকা থেকে যুবলীগ-ছাত্রলীগের নেতা কর্মীরা তাকে ঘেরাও করে পুলিশে সোপর্দ করে। পরে নিজেদের জিম্মায় নিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। 

মুক্তি পেয়ে আকবর হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি কারাগারে থাকাবস্থায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আন্দোলন সফল করেছেন।’ তার জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের ধন্যবাদ জানান তিনি। এ সময় তিনি গ্রেপ্তার ও বাড়িতে হামলার ঘটনায় বিএনপির কিছু নেতাকে দোষারোপ করে বলেন, ‘জেলা ও উপজেলার বিএনপির কয়েকজন নেতার ইন্ধনে তাকে যুবলীগ-ছাত্রলীগ ঘেরাও করে এবং গ্রেপ্তারের পর আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত