শরণার্থী দিবসে রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
প্রকাশ : ২০ জুন ২০২২, ১৮: ৫৯
আপডেট : ২০ জুন ২০২২, ২০: ৩৩

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশি শুভেচ্ছা দূত তাহসান খান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া কলেজ পরিদর্শন করেছেন। 

আজ সোমবার দুপুরে উখিয়া কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের কথা শোনেন। এ সময় নিজের জনপ্রিয় একটি গান গেয়ে শোনান এই সংগীতশিল্পী। 

এর আগে সকালে তাহসান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান, সেখানে রোহিঙ্গা আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন বয়সী রোহিঙ্গার সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি উখিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সফরের অভিজ্ঞতার বর্ণনা করেন। 

নিজের জনপ্রিয় একটি গান গেয়ে শোনান তাহসান খানতাহসান বলেন, ‘সারা বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুতদের সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে রোহিঙ্গা সংকটেও কাজ করছে ইউএনএইচসিআর। আজ ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে অনুধাবন করেছি, নিজ দেশ ও সংস্কৃতির প্রতি তাঁদের নিজস্ব জাতীয়তাবোধ আছে।’ 

 ২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছেন তাহসান খান। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা দূত হিসেবে এই সংগীতশিল্পীকে নিযুক্ত করে সংস্থাটি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত