Ajker Patrika

ফেসবুক লাইভে ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দেওয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জোড়া খুনসহ তিন হত্যা মামলার আসামি। গতকাল শনিবার তাঁকে ঢাকার বসুন্ধরা সিটি এলাকা থেকে সিএমপি পুলিশের একটি টিম গ্রেপ্তার করে।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের সিএমপির একটি সিভিল টিম ঢাকার বসুন্ধরা সিটি থেকে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে। তাঁকে চট্টগ্রামে আনা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

পুলিশ জানায়, চট্টগ্রামের হাটহাজারী, বায়েজিদ বোস্তামি, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকার মূর্তিমান আতঙ্ক দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। গণ-অভ্যুত্থানের পর মূলত এই সন্ত্রাসী বেপরোয়া হয়ে ওঠেন।

জুলাই ও সেপ্টেম্বরে আধিপত্য বিস্তার নিয়ে তিন মাসের ব্যবধানে গুলি করে তিনজনকে হত্যা এবং প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নগরীতে এখন শীর্ষ সন্ত্রাসীর তকমা পেয়েছেন তিনি। বিদেশে পলাতক ‘শিবিরের শীর্ষ ক্যাডার’ সাজ্জাদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ। বিএনপির এক কেন্দ্রীয় নেতার অনুসারী হিসেবেও পরিচিত উঠতি এই সন্ত্রাসী।

গত ৫ ডিসেম্বর ভোরে নগরের অক্সিজেন মিরপাড়া হাউজিং সোসাইটির বাসায় অভিযানে চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান সাজ্জাদ। পরে ওই বাসা থেকে শারমিন আক্তার তামান্না নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ, যাকে পরে ফেসবুকে এসে স্ত্রী দাবি করেন সাজ্জাদ। বায়েজিদ বোস্তামী থানা-সংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে সাজ্জাদ গত ২৬ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন।

থানায় আটক করে নিয়ে যাওয়া তাঁর স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে ওসিসহ বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি নগর পুলিশের পক্ষ থেকে তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়। তিনি তিনটি হত্যাসহ ১০ মামলার আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত