Ajker Patrika

বোমা হামলায় নিহত দুই বিচারকের স্মরণে চাঁদপুরে শোকযাত্রা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৩: ৩৮
বোমা হামলায় নিহত দুই বিচারকের স্মরণে চাঁদপুরে শোকযাত্রা

ঝালকাঠিতে জেএমবির নৃশংস বোমা হামলায় নিহত শহীদ দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ স্মরণে চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে শোকযাত্রা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে নিহত দুই বিচারকের স্মরণে চাঁদপুর জেলা জজ আদালত চত্বর থেকে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের নেতৃত্বে শোকযাত্রা বের হয়। 

শোকযাত্রাটি জেলা জজ আদালত থেকে বের হয়ে শহরের ইলিশ চত্বর প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালতের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে শেষ হয়। এতে বিচারক, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা অংশ নেন। 

পরে আদালত ভবনের সম্মেলনকক্ষে নিহত দুই বিচারকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সভায় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম সিদ্দীক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াছমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিনসহ অন্য বিচারকেরা। 
 
উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে কোয়ার্টার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশিপের দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত