আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে হুজাইফা (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিস্ত্রির এক সহকারী গুরুতর আহত হন। গতকাল বুধবার বিকেলে পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হুজাইফা উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মৃত মো. বুলবুল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌর এলাকার খড়মপুর দক্ষিণপাড়ার প্রবাসী মো. জহির খাদেমের বাড়িতে এসি মিস্ত্রি হুজাইফা কাজ করতে যান। রুমের মধ্যে এসি লাগানোর পর এতে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মনিরুল হক চৌধুরী মাহিব বলেন, ‘পরিবারে একমাত্র উপার্জন করত আমার ভাতিজা হুজাইফা। চার বছর আগে তার বাবা মারা যায়। অল্প বয়সে এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। পরিবারে তার মা ও তিন বোন রয়েছে।’
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বলেন, ‘এসির কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হুজাইফা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এসি লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে হুজাইফা (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিস্ত্রির এক সহকারী গুরুতর আহত হন। গতকাল বুধবার বিকেলে পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হুজাইফা উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মৃত মো. বুলবুল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌর এলাকার খড়মপুর দক্ষিণপাড়ার প্রবাসী মো. জহির খাদেমের বাড়িতে এসি মিস্ত্রি হুজাইফা কাজ করতে যান। রুমের মধ্যে এসি লাগানোর পর এতে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মনিরুল হক চৌধুরী মাহিব বলেন, ‘পরিবারে একমাত্র উপার্জন করত আমার ভাতিজা হুজাইফা। চার বছর আগে তার বাবা মারা যায়। অল্প বয়সে এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। পরিবারে তার মা ও তিন বোন রয়েছে।’
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বলেন, ‘এসির কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হুজাইফা। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে