তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২২: ৫৫
মাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে নুরুল হক (৬৩) নামের এক রোহিঙ্গার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভাজাবনিয়া সীমান্তের জিরো লাইনে এই ঘটনা ঘটে। নুরুল হক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আহত বৃদ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ জুমার নামাজ পরবর্তী সময়ে বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পান এক বৃদ্ধ ওই স্থানে কাতরাচ্ছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত