ফ্যাসিবাদের সংবিধান দ্রুত মুছে ফেলতে হবে: হান্নান মাসুদ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৭: ৫৯
Thumbnail image
জুলাইয়ের বিপ্লবে নিহত ও আহতদের পরিবারকে অর্থ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল হান্নান মাসুদ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেছেন, ‘আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে এত দিন কেন জনগণের ভোটাধিকার দেয়নি। আমাদের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার নিয়ে আন্দোলন করতে হয়েছে। তাই অবিলম্বে ফ্যাসিবাদের সংবিধান মুছে ফেলতে হবে।’

আজ শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজ মাঠে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে জুলাইয়ের বিপ্লবে নিহত ও আহতদের পরিবারকে অর্থ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মাসুদ।

মাসুদ বলেন, ‘ইতিহাসের পাতায় যদি শহীদদের নাম লিপিবদ্ধ করে রাখতে হয়, তবে আগে তাদের স্বপ্ন পূরণ করতে হবে। বইয়ের কাগজে আমরা শহীদদের নাম যেভাবে দেখতে চাই, যেভাবে পত্রিকার পাতায় দেখতে চাই, ঠিক একইভাবে আমরা দেখতে চাই দুই যুগ পর যেন দেশের মানুষ বলতে পারে, যে চব্বিশের শহীদদের রক্তের বিনিময়ে আমরা সুন্দর এই বাংলাদেশ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আজ ফ্যাসিস্টদের প্রতি অনেকে দরদ ও মায়া দেখাচ্ছে। অনেকে বলছে, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে, তাদের ভোটাধিকার দিতে হবে। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হয়, তবে গত ১৬ বছর কেন এ দেশের মানুষকে ভোটের অধিকার দেয়নি?’

তিনি আরও বলেন, ‘তারা রাজনৈতিক দল হয়ে থাকলে কেন আমার দুই হাজারের বেশি ভাই-বোনকে হত্যা করেছে? কেন গত ১৬ বছর ধরে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নির্যাতনের শিকার হতে হয়েছে? সন্ত্রাসী এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য ধরতে না পারলে আমরা বুঝে নিব আপনারাও রাজনৈতিক দলের কাতারে পড়েন না। সন্ত্রাসীরা আজীবনের জন্য সন্ত্রাসী।’

মাসুদ বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা বারবার সংবিধানকে কাটাছেঁড়া করে এ দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ দেশের মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। সেই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে চব্বিশের তরুণদের হাত ধরে বিজ্ঞজনদের পরামর্শ নিয়ে নতুন সংবিধান রচনা করা হবে।’

ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া এতে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী, সংগঠনের উপদেষ্টা গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম, সমন্বয়ক আরিফুল ইসলাম, বনী ইয়ামিন ও ফরহাদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত