চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৫: ৪২
বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের জোর বটতল রহমতের পাড়া এলাকার মৃত কাজী ফরিদ ইকবালের ছেলে মো. সরোয়ার জাহান টুটুল (২৮)। তিনি সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

অপরজন হলেন বারবকুণ্ড ইউনিয়নের দক্ষিণ নড়ালিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো. শাহজাহান (৫৫)। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিস্ফোরক আইনে মামলায় রয়েছে। তাদের সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত