ফেনীতে খেলতে গিয়ে ছয় তলার বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২৩: ১০
Thumbnail image

ফেনীতে একটি সাত তলা ভবনের ছয় তলার বারান্দা থেকে পড়ে সায়ান সাইফুল নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের মাস্টার পাড়ার করিম উল্যাহ আজাদের ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় কাউন্সিলর আশরাফুল আলম গিটার জানান, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম শামীম স্ত্রীসহ দুই সন্তান নিয়ে সাত তলা ভবনের ছয় তলায় ভাড়ায় থাকেন। আজ বুধবার সন্ধ্যায় বাসার বারান্দায় বল খেলছিল সায়ান সাইফুল। খেলার সময় বল নিচে পড়ে যায়। বল দেখতে বারান্দার ইমার্জেন্সি এক্সিট গ্রিল খুলতেই সে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই ভাই–বোনের মধ্যে সায়ান সাইফুল বড় ছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ওই দিন সন্ধ্যার দিকে সাত তলা ভবনের ছয় তলা থেকে একটি শিশু পড়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত