চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আহসান উল্যাহ পৌর এলাকার পাঁচরা ব্যাপারীর বাড়ির আইছা ব্যাপারীর বড় ছেলে। আজ বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান উল্যাহ আজ বৃহস্পতিবার সকাল থেকে পাঁচরা এলাকায় শ্বশুর ফটিক মিয়ার কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ বেলা দেড়টার দিকে তিনি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক শ্বশুর ফটিক মিয়াসহ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আহসান উল্যাহর শ্বশুর ফটিক মিয়া বলেন, ‘অসুস্থ আহসান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রচণ্ড গরমে অসুস্থ আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের কারণে হিট স্ট্রোক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।’
কুমিল্লার চৌদ্দগ্রামে হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আহসান উল্যাহ পৌর এলাকার পাঁচরা ব্যাপারীর বাড়ির আইছা ব্যাপারীর বড় ছেলে। আজ বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান উল্যাহ আজ বৃহস্পতিবার সকাল থেকে পাঁচরা এলাকায় শ্বশুর ফটিক মিয়ার কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ বেলা দেড়টার দিকে তিনি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক শ্বশুর ফটিক মিয়াসহ স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত আহসান উল্যাহর শ্বশুর ফটিক মিয়া বলেন, ‘অসুস্থ আহসান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রচণ্ড গরমে অসুস্থ আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের কারণে হিট স্ট্রোক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।’
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগে