কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
৫ দিন পর কক্সবাজারের কুতুবদিয়ায় জলদস্যুদের হাতে অপহৃত ১৯ জেলে বাড়ি ফিরলেন। গতকাল শনিবার গভীর রাতে জলদস্যুরা ফিশিংবোটের ইঞ্জিন নষ্ট করে জেলেসহ ছেড়ে দেয় সাগরে। পরে অপর একটি ফিশিংবোট তাদের উদ্ধার করে।
আজ রোববার বিকেলে বিকল ফিশিংবোটটি উত্তর ধুরুং আকবরবলী ঘাটে আসে। এ সময় জেলে পরিবারগুলোর স্বজনসহ এলাকাবাসী ভিড় জমান।
এর আগে গত বুধবার রাত ২টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ২১ মাঝি মাল্লাসহ জলদস্যুদের কবলে পড়েছিল ‘আল্লাহর দয়া-৩’ নামের একটি ফিশিং বোট। এ সময় জলদস্যুদের গুলিতে বোটের মাঝি মোকাররম নিহত হন।
জলদস্যুরা নিহতের লাশ আরেকটি বোটে তুলে দিয়ে ১৯ জেলেসহ ফিশিংবোটটি অপহরণ করে নিয়ে যায়। এর মধ্যে ১৬ জন উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। দুজন দক্ষিণ ধুরুং ও একজন নোয়াখালী জেলার।
ফিরে আসা জেলেরা হলেন–গিয়াস উদ্দিন (ফইজ্জার পাড়া), শাহ আলম (জমির বাপের পাড়া), রুহুল আমিন (জমির বাপের পাড়া), নাছির উদ্দিন (চাটি পাড়া), শাহজাহান (চাটি পাড়া), মো. সাহেদ (ফরিজ্জার পাড়া), তৌহিদুল ইসলাম (চাটি পাড়া), মো. আব্বাছ (চাটি পাড়া), মো. কালু (দক্ষিণ ধুরুং), সোনা মিয়া (ফয়জানির পাড়া), মো. রেজাউল (ফরিজ্জার পাড়া), মো. মেহেদী (ফরিজ্জার পাড়া), মো. সাকিব (ফরিজ্জার পাড়া), মো. ইদ্রিস (ফরিজ্জার পাড়া), মো. নয়ন (ফরিজ্জার পাড়া), মো. সাগর (কুইল্যার পাড়া), মনছুর আলম (আজিম উদ্দিন সিকদার পাড়া), ইঞ্জিন ড্রাইভার শাহজাহান (লক্ষ্মীপুর) ও মো. রুবেল (মশরফ আলী বলির পাড়া, দ: ধুরুং)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘জেলেদের বোটের ইঞ্জিন বিকল করে তাদের সাগরে ছেড়ে দিলে তারা ভাসতে থাকে। ভোরে খবর পেয়ে তাদের উদ্ধারে প্রশাসনিক সহায়তা নিয়ে বিকেলে কুতুবদিয়া পৌঁছে ১৯ জেলে। তারা ৪ / ৫ দিন সাগরে অনাহারে ছিল। ফলে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সঠিক চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়ে স্ব স্ব পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
৫ দিন পর কক্সবাজারের কুতুবদিয়ায় জলদস্যুদের হাতে অপহৃত ১৯ জেলে বাড়ি ফিরলেন। গতকাল শনিবার গভীর রাতে জলদস্যুরা ফিশিংবোটের ইঞ্জিন নষ্ট করে জেলেসহ ছেড়ে দেয় সাগরে। পরে অপর একটি ফিশিংবোট তাদের উদ্ধার করে।
আজ রোববার বিকেলে বিকল ফিশিংবোটটি উত্তর ধুরুং আকবরবলী ঘাটে আসে। এ সময় জেলে পরিবারগুলোর স্বজনসহ এলাকাবাসী ভিড় জমান।
এর আগে গত বুধবার রাত ২টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ২১ মাঝি মাল্লাসহ জলদস্যুদের কবলে পড়েছিল ‘আল্লাহর দয়া-৩’ নামের একটি ফিশিং বোট। এ সময় জলদস্যুদের গুলিতে বোটের মাঝি মোকাররম নিহত হন।
জলদস্যুরা নিহতের লাশ আরেকটি বোটে তুলে দিয়ে ১৯ জেলেসহ ফিশিংবোটটি অপহরণ করে নিয়ে যায়। এর মধ্যে ১৬ জন উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা। দুজন দক্ষিণ ধুরুং ও একজন নোয়াখালী জেলার।
ফিরে আসা জেলেরা হলেন–গিয়াস উদ্দিন (ফইজ্জার পাড়া), শাহ আলম (জমির বাপের পাড়া), রুহুল আমিন (জমির বাপের পাড়া), নাছির উদ্দিন (চাটি পাড়া), শাহজাহান (চাটি পাড়া), মো. সাহেদ (ফরিজ্জার পাড়া), তৌহিদুল ইসলাম (চাটি পাড়া), মো. আব্বাছ (চাটি পাড়া), মো. কালু (দক্ষিণ ধুরুং), সোনা মিয়া (ফয়জানির পাড়া), মো. রেজাউল (ফরিজ্জার পাড়া), মো. মেহেদী (ফরিজ্জার পাড়া), মো. সাকিব (ফরিজ্জার পাড়া), মো. ইদ্রিস (ফরিজ্জার পাড়া), মো. নয়ন (ফরিজ্জার পাড়া), মো. সাগর (কুইল্যার পাড়া), মনছুর আলম (আজিম উদ্দিন সিকদার পাড়া), ইঞ্জিন ড্রাইভার শাহজাহান (লক্ষ্মীপুর) ও মো. রুবেল (মশরফ আলী বলির পাড়া, দ: ধুরুং)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘জেলেদের বোটের ইঞ্জিন বিকল করে তাদের সাগরে ছেড়ে দিলে তারা ভাসতে থাকে। ভোরে খবর পেয়ে তাদের উদ্ধারে প্রশাসনিক সহায়তা নিয়ে বিকেলে কুতুবদিয়া পৌঁছে ১৯ জেলে। তারা ৪ / ৫ দিন সাগরে অনাহারে ছিল। ফলে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সঠিক চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়ে স্ব স্ব পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে